নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ মো: শাকিল হোসেন
শওকত জমির দলিল রেজিষ্ট্রেশন করাতে গিয়ে নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে দলিল লেখক দ্বারা মারপিটের স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই ভাই।
২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর আনুমানিক সোয়া ১টার সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সাব রেজিস্টার এর অফিস এলাকায় দলিল লেখক তানভীর হোসেন ওরফে তান্না ও তার লোকজনের হামলার স্বীকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন দুই ভাই। এমনটাই জানায় ভুক্তভোগী ও তাদের বোন।
এ ঘটনায় উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনি পাড়া গ্রামের মৃত মোজাফফরের ছেলে সম্রাট (৪৫) ও তার ভাই মো. আদিল খান (৪২) মারাত্মক ভাবে আহত হয়ে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
কথা কাটাকাটির এক পর্যায়ে এমন ঘটনা ঘটে যে বলে জানায় উপস্থিতিরা।
অভিযুক্ত দলিল লেখক সলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রার্থী তানভীর হোসেন তান্না বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা আমার উপর চড়াও হলে, একটু ব্যথা পায়।
নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার উম্মে ছালমা বলেন, আমি বিষয়টি জেনে আপনাকে জানাচ্ছি।
সংবাদটি লেখার সময় পর্যন্ত নাগরপুর থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।