জেলা প্রতিনিধি, ঢাকা।
খিলক্ষেত থানার বরুয়া এলাকায় গত কিছুদিন আগে বহুল আলোচিত ঘটনা কাউসার হত্যার প্রধান আসামি আশিয়ান সিটির নজরুল ইসলাম ভূঁইয়া।তার কুকর্ম ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
নজরুলের কুকর্ম সমাজের কাছে প্রকাশ হয়ে গেছে। এলাকায় জনগণ তাকে ভালোভাবে চিনেন।
স্থানীয় সূত্রে জানা যায় বরুয়া এলাকায় আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ভাবে গড়ে উঠেছে।জোর পূর্বক জমি দখল বানিজ্য করে এসেছে আশিয়ান সিটির নজরুল। তার কাজে বাধা দিতে আসলেই ঘুম ,খুন করে দামা চাপা দিয়ে দেয়।
কিছু দিন আগে কাউসার হত্যার প্রধান আসামি হওয়া সত্বেও জামিনে দিব্বি ঘুরে বেড়াচ্ছে।তার আছে গুন্ডা বাহিনী। হত্যা মামলার শিকার হয়েও পুলিশের নজরের বাইরে থেকে কিভাবে জামিনে ঘুরে বেড়াচ্ছে? স্থানীয় এলাকাবাসী খুব ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
আশিয়ান নজরুল ব্যক্তি স্বার্থে হত্যা মামলার আসামি হয়েও কুকর্ম দামা চাপা দেওয়ার জন্য ব্যবহার করেছে “দৈনিক মানব কন্ঠ পত্রিকা”।এলাকায় মোটা অংকের টাকা দিয়ে হাতে নিতে চাচ্ছে জনগণকে।
বরুয়া এলাকার সুনামধন্য ব্যক্তি মোবারক হোসেন দেওয়ান, মোঃ আব্দুল হক ভূঁইয়া, মোঃ খাইরুল ইসলাম দেওয়ান এদের বিরুদ্ধে চলেছে মিথ্যা অপপ্রচার। যেহেতু আশিয়ান সিটির নজরুলের বাধা সৃষ্টি করতে না পারে।তাই পরিকল্পিত ভাবে নানান অপকর্মের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে আশিয়ান নজরুল।আর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে সুনামধন্য দৈনিক মানব কন্ঠ পত্রিকাকে। এলাকার জনগণ এই তিন ব্যক্তিকে ভালো ভাবে চিনেন জানেন। তাঁরা বরুয়া এলাকার কর্নধার।সুখে দুঃখে জনগণের পাশে আছে ছিলো।
ঘটনা সত্যতা যাচাই পূর্বক স্থানীয় সূত্রে জানা যায়,যবর দখল কারী আশিয়ান সিটির নজরুল ভূঁইয়া অসাধু কার্যকলাপে বাধা সৃষ্টি করা ব্যক্তিকে সমাজ এবং গণমাধ্যম ও জনগণের কাছে খারাপ হিসেবে পরিচিত করে তুলতে মরিয়া হয়ে উঠেছে।
এখন বরুয়া এলাকার জনগণ বলেছেন কিছু দূঃকৃতি মহল,ব্যক্তি স্বার্থে গনমাধ্যম ব্যবহার করে সুনামধন্য ব্যক্তিবর্গের মান ক্ষুন্ন করেছে বলে জানিয়েছেন। গনমাধ্যম গুলোকে আরো সচেতন হওয়ার আহ্ববান জানান। এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।