প্রতিবেদক মেহেরপুর সদর :
মেহেরপুরে অভিনব কায়দায় চালক মোঃ শিপনকে ছুরিকাহত করে ইজিবাইক ছিনতাই । আহত অবস্থায় চালক শিপনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবার ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার আলমপুরের কাছে এ ছিনতাই ঘটনা ঘটে। আহত শিপন আলী মেহেরপুর শহরের নতুন পাড়ার মোঃ আবুল হাশেমের ছেলে।
জানা গেছে ভোরের দিকে মেহেরপুর বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রী ছদ্মবেশে ৪ ছিনতাইকারী গাংনী যাওয়ার নাম করে ২৫০ টাকায় ভাড়া চুক্তিতে ইজি বাইকযোগে গাংনীর উদ্দেশ্যে রওনা দেন। ইজিবাইকটি আলমপুর ধোসার পাড়ার মাঝামাঝি পৌছা মাত্র যাত্রী বেশি ছিনতাইকারীরা ইজি বাইক চালক শিপন আলী কে ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে দিয়ে ইজি বাইক নিয়ে পালিয়ে যাই। পরে স্থানীয় লোকজন নামাজ পড়ে বাসায় ফেরার পথে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।