আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
আশাশুনিতে ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
উন্নয়ন প্রচেষ্টা, সিডিডি, লিলিয়ন ফন্ডস ও আইডিয়ালের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "স্নায়ু বৈচিত্রকে বরন করি, টেকসই সমাজ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সমাজ সেবা অফিসান রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আইডিয়ালের ফিল্ড সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উন্নয়ন প্রচেষ্টার টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উন্নয়ন প্রচেষ্টার এপিও (নিউট্রেশন) শেখ ওছমান আলী, অভিভাবক মুকুল গাইন প্রমুখ।