হুমায়ুন কবির জেলা প্রতিনিধি।
ইয়াবা সেবনের পরপরই মারা যাচ্ছে অধিক মানুষ। (২৩ এপ্রিল) বুধবার থেকে অধিক মানুষ মারা যাচ্ছে ইয়াবা সেবনে।
জানা যায় যে মিয়ানমার সেনাবাহিনী এক প্রকার বিষ দিয়ে ইয়াবা বানিয়ে বাজারে ছাড়ছে। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে বলেই মিয়ানমার সরকার ইয়াবার সাথে বিষ মিছিয়ে বাজারে ছাড়ছে। (২৪ এপ্রিল) নাখালাপাড়াতে ইয়াবা সেবন করে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর (২২ এপ্রিল) ৪/৫ জন ইয়াবা খাওয়ার পরে প্রেশার অস্বাভাবিক ভাবে বেড়ে যায় ও ইমিডিয়েট হসপিটালাইজ করতে হয়েছে।
এমনকি মেরুলবড্ডাতে এ পযন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সেই সাথে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় যে ভর্তি হওয়া ৬ জনের মুখ দিয়ে লালচে লালা বের হচ্ছে এমনকি মারাও যেতে পারে যে কোন মুহুর্তে।
এই ইয়াবা খাওয়ার পর ঢাকা যাত্রাবাড়ী ৪ জন মারা গিয়েছে বলেও জানা যায়।
এমন ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে গবেষণা করে জানা যায় কৌশলে মিয়ানমার সরকার ইয়াবা ট্যাবলেটের ভিতর প্রানঘাতী উপাদান মিশানো অবস্থায় বাজারে চাড়ছে। আর এই নতুন ইয়াবা সেবনে ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যেই মানুষের সেরিব্রাল এটাক হয় এবং মাথার রক্তনালী ফেটে গিয়ে তাৎক্ষনিক মৃত্যু হয়।
তাই জীবন বাঁচাতে ইয়াবা সেবন থেকে নিজেকে নিবৃত করুন।