সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
বাগেরহাটে ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার দাবিতে মানববন্ধন বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান বাগেরহাটে জিয়া আর্ফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের হাত থেকে রক্ষা এবং নতুন করে চালুর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকায় স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির নেতা মনিরুল ইসলাম খান বলেন, “ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি একসময় অসহায় ও এতিম শিশুদের জন্য একটি আশ্রয়স্থল ও শিক্ষার আলো জ্বালানোর কেন্দ্র ছিল। অথচ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই প্রতিষ্ঠানটি এখন বন্ধ হয়ে পড়েছে। এটি মানবিক ও সামাজিক দায়িত্বের চরম অবহেলা। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—এই প্রতিষ্ঠানটি যেন অবিলম্বে পুনরায় চালু করা হয়।”
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার সুযোগ। তারা এই প্রতিষ্ঠানের দ্রুত পুনরুদ্ধার ও পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।