হাফিজুর রহমান জোবায়ের প্রতিনিধি :
বাঘাইছড়িতে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম ব্লক ফুটবল একাদশের উদ্যোগে জমকালো আয়োজনে ২০২৪ এর চুরান্ত পর্বের ফুটবল ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
(২৫ এপ্রিল) রোজ শুক্রবার বিকাল সাড়ে ৩ ঘটিকায় মুসলিম ব্লক মাঠে খেলাটি শুরু হয়। এ সময় কানায় কানায় দর্শকপূর্ন হয়ে উঠে মাঠ। ফিলিস্তিন বাসীর জন্য দোয়া ও দর্শকদের হাতে ছিলো ফিলিস্তিনের পতাকা।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রাঙ্গামাটি জেলা বিএনপি ও সভাপতি বাঘাইছড়ি উপজেলা বিএনপির মোঃ ওমর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির অফিসার ইনচার্জ, বাঘাইছড়ি থানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক বাঘাইছড়ি পৌর বিএনপির মোঃ রহমত উল্লাহ খাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য, রাঙ্গামাটি জেলা বিএনপির মোঃ আতাউর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
সভাপতিত্ব করেন মোঃ সেলিম জাবেদ মুছা, টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব ও মুসলিম ব্লক ফ্রেন্ডশিপ একাদশ।
নির্ধারিত সময়ে ২-১ গোলে পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদক থেকে যুব সমাজ কে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নাই।
আমন্ত্রিত অতিথিরা এমন মনমুগ্ধকর আয়োজন করার জন্য মুসলিম ব্লক ফুটবল একাদশে কে সাদুবাদ জানিয়েছেন। ক্রীড়াই শক্তি ক্রীড়াইই বল মাদক ছেড়ে খেলতে চল এ স্লোগান সামনে নিয়ে
নিয়মিত ভাবে খেলাধুলা করার জন্য উৎসাহ প্রদান করেন।