1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
“শ্রমিকের অধিকার” গফরগাঁও উপজেলা চলছে শিক্ষাঙ্গনে অনিয়ম ও দুর্নীতি শিক্ষক ছাড়া ক্লাস। প্রশাসন নিরব  আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নানের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত  মতলব উত্তরে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে সিএসওদের সাথে নেটওয়ার্ক ও শেয়ারিং মিটিং সাতক্ষীরা সীমান্তে শাড়ি ও ওষুধসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ মুকসুদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫- উদযাপিত উলিপুরে পান্ডুল ইউনিয়নে আলেপ উদ্দিনের ছুরিকাঘাতে মাবুল নামে এক মসলা বিক্রেতা খু ন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

বাঞ্ছারামপুর কু পি য়ে জখম করলো নারীকে  

রিপন সরকার বাঞ্ছারামপুর প্রতিনিধি  
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

রিপন সরকার বাঞ্ছারামপুর প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ভুরভুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসী আরা নামে এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ভুরভুরিয়া পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার ( ২৫ এপ্রিল) গণমাধ্যমের নজরে আসে।

ঘটনার পর ফেরদৌসী বেগমের স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, ভুরভুরিয়া গ্রামের রিপন মিয়ার স্ত্রী সামসুন নাহার, রিপন মিয়ার ছেলে আরাফাত আহম্মেদ।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম ও ফেরদৌসী বেগমের জমি দখল নিতে চেষ্টা করে। এতে বাধা দিলে তাদেরকে বিভিন্ন সময় গালমন্দ ও বাড়িতে এসে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। বিষয়টি সমাধানে একাধিক বার স্থানীয় গণমান্য ব্যক্তিরা সালিশ করে সমাধানে পৌঁছে তাদের জায়গা বুঝিয়ে দেয়। সালিশের সিন্ধান্ত না মেনে অভিযুক্ত সামসুন নাহার ও তার পরিবার ক্ষমতার দাপটে জায়গা দখল করতে আসে।

এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল বাড়িতে একা পেয়ে ফেরদৌসী বেগমের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে সামসুন নাহার। এ সময় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয় ফেরদৌসীকে।

মাথায় দায়ের কোপে গুরুতর জখম ফেরদৌসীকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বিষয়টি নিয়ে ফেরদৌসী বেগমের ছেলে রায়হান ইসলাম বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে আমার মাকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল প্রতিপক্ষ। আমার মায়ের অবস্থা এখন আশঙ্কাজনক। কোনো ছেলে তার মায়ের এমন অবস্থা সহ্য করতে পারবে না। আমরা ও নিরাপত্তায়হীনতায় ভুগছি। যে কোনো সময় আবারও হামলা হতে। এর প্রতিকার চাই প্রশাসনের কাছে।

এ বিষয়ে ফেরদৌসী বেগমের অবস্থা শঙ্কাজনক হওয়াতে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে,তার স্বামী আজ শুক্রবার ঢাকা মেডিকেল থেকে মুঠোফোনে জানান, আমার স্ত্রী কে একা পেয়ে কোপানো হয়েছে।সে এখন ঢাকার হাসপাতালে। আমি এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে সামসুন নাহারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট