জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি।
অল্প টাকায় ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় গিয়ে নিখোঁজ হয়েছেন মাদারীপুর সদর উপজেলার হাউসদী গ্রামের তিন যুবক—মারুফ হোসেন, মহিউদ্দিন মোড়ল ও সোলায়মান আকন। স্বজনদের অভিযোগ, হাওয়া বেগম ও বাবুল মাতুব্বর নামে দুই দালালের মাধ্যমে তারা লিবিয়ায় পৌঁছে ভয়াবহ নির্যাতনের শিকার হন এবং এখনো নিখোঁজ।
ভুক্তভোগীদের পরিবার জানায়, লিবিয়ায় বন্দি অবস্থায় ছেলেদের মুক্তির জন্য কয়েক দফায় প্রায় এক কোটি টাকা দালালদের হাতে তুলে দেন, হুমকি দিয়ে টাকাও আদায় করে দালাল চক্র, এমনকি নির্যাতনের অডিও-ভিডিও পাঠিয়ে ভয় দেখায়।
একপর্যায়ে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিক মামলা করা হলেও এখনো গ্রেফতার হয়নি কেউ, বরং দালালরা ভুক্তভোগীদের উল্টো মিথ্যা মামলার হুমকি দিচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, এই মানব পাচার চক্রের সঙ্গে মেম্বার, চেয়ারম্যান, ব্যাংক কর্মকর্তা ও প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি জড়িত।
পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।