আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
সাতক্ষীরায় ডিবির অভিযানে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ সাতক্ষীরায় ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও সয়াবিন তেলসহ ভেজাল চক্রের সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া শ্রীপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় জব্দ করা হয় ২০৩ কেজি ভেজাল দুধ, ৪৫ কেজি সয়াবিন তেল, ১১ কেজি দুধ তৈরির পাউডার, ছয়টি বড় ড্রাম ও দুধ তৈরির একটি মেশিন।
আটক সুজন ঘোষ (৩১) ওই গ্রামের ভোলা ঘোষের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া শ্রীপুর গ্রামের একটি দুগ্ধজাত পণ্য তৈরীর কারখানায় একটি চক্র ভেজাল দুধ তৈরী করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ডিবি পুলিশের একটি আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২০৩ কেজি ভেজাল দুধ, ৪৫ কেজি সয়াবিন তেল, ১১ কেজি দুধ তৈরির পাউডার, ছয়টি বড় ড্রাম ও দুধ তৈরির একটি মেশিনসহ হাতে নাতে সুজন ঘোষকে আটক করা হয়। একই সাথে কারখানাটি বন্ধ করে দেয়া হয়। জিজ্ঞাসাবাদে সুজন ঘোষ জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভেজাল দুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন।জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. নিজাম উদ্দীন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।