হোসেন আলী জেলা প্রতিনিধি নড়াইল।
নড়াইলের মাইজ পাড়া ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণপাড়া গ্রামের অসহায় মোছাঃ আছোরা বেগম এবং পরিনা বেগম এই অসহায় মহিলাদের জমি জোরপূর্বক দখল নিয়েছে কতিপয় ব্যক্তি। যাহার দাগ নাম্বার ১৫১৫, ১৫২১, ১৫১৬, ১৫২২। জমির পরিমাণ ৫২ শতক। এরমধ্যে ১৬ শতকে মামলা শেষ হয়েছে । অন্য তিন দাগে জমির পরিমাণ ০৭ শতক যার দাগ নাম্বার ৯৪০, ৯৪১, ৯৪৭, মামলার রায়ে ঢাকা হাইকোর্ট এবং নড়াইল জজ কোর্টেে আছোরা বেগম পড়িনা বেগম এবং মর্জিনা বেগমের নামে কোর্টের রায় বহাল থাকে। ঢাকা হাইকোর্ট এবং নড়াইল জজ কোটে এদের নামের রায় বহাল রাখলেও তারা জমি ভোগ দখল করতে পারছে না। জাফর মোল্লা আশরাফ মোল্লা মনজুর মোল্লা পিতা রতন মোল্লা এরা তিন ভাই জোরপূর্বক কোর্টের রায় তিন মহিলার নামে বহাল থাকলেও তারা এই তিন মহিলাকে কোনভাবেই জমি বুঝে দিচ্ছে না। তারা জমি বুঝে নিতে গেলেও এই মহিলাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। তারা অসহায়ের মত আইন এবং সমাজ পতিদের দিকে তাকিয়ে আছে। এই তিন অসহায় মহিলা তারা এখন বলছে আমার যদি কাগজে জমি থাকে তাহলে আমাকে আপনারা আমার জমি বুঝিয়ে দেন আর যদি কাগজের জমি না থাকে তাহলে আমার কোন দাবি নাই এই জমির প্রতি। সমাজ পতিদের উদ্দেশ্যে এই তিন অসহায় মহিলা বলেন আপনারা দয়া করে আমার জমির দলিল এবং পর্চা চেক করে দেখেন আমরা জমি পাব কিনা। আমরা গ্রামের অসহায় মহিলা তাদের সঙ্গে জোর করে কোনদিন আমরা জমি নিতে পারবো না আপনারা এবং আইন যদি আমাকে জমি না দেয়। আপনাদের প্রতি আমার শেষ ভরসা আমাকে দয়া করুন এই তিন মহিলার শেষ আর্তনাদ।