মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে পাঁচজন (০৫) শিক্ষক এবং অসাদুপায় অবলম্বনের দায়ে চার(০৪) পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
২৭ এপ্রিল রবিবার ইসলামপুর উপজেলার ৪ নং চর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আচারণ বহির্ভুত কাজ ও দায়িত্ব অবহেলার দায়ে ওই শিক্ষকদের অব্যহতি এবং অসাদুপায় অবলম্বনে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।
অব্যহতি প্রাপ্ত সহকারী শিক্ষক ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের নাছিমা বেগম, বেনুয়ার চর এম এইচ উচ্চ বিদ্যালয়ের আলম ওয়ালিউল্লাহ, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শাহজাহান কবির, ৪ নং চর হাই স্কুল এন্ড কলেজের মোঃ রহুল আমিন ও পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের রাসেল সরদার।
কেন্দ্র সূত্রে জানা যায়, শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তরে সহযোগিতায় আচারণ বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকার দায়ে তাদেরকে বহিষ্কার করেছেন।