মোঃ আলামিন হোসেন প্রতিনিধি
ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর নামাক স্থানে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের পিছনে একটি চলন্ত কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কার্ভাড ভ্যানের চালক চাপা পড়ে আটকা পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এস ও মাছুদ রানার নেতৃত্বে টিম লিডার আতিকুর রহমান আতিক ফায়ার ফাইটার সৌরভসহ ও অন্যান্য সদস্য বৃন্দ ও হাইওয়ে পুলিশ সদস্যগন জাকির হোসেন নামে কার্ভাড ভ্যানের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে আহত ব্যক্তির সু চিকিৎসার জন্য হাসপাতালে খোঁজ খবর নেন।
আহত জাকির ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সেলিম মিয়ার ছেলে।