পাবনা জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল(রবিবার) সকাল ১১ টায় পাবনা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ।
সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযুোদ্ধা পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ সাত্তার বিলচলনী। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গত ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পর ৬ই আগস্ট কিছু সংখ্যক দুষ্কৃতিকারী বিগত সরকারের উগ্র মানসিকতা সম্পন্ন লোকেরাই পাবনা শহরের অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি অফিস ভবন লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। যাহার জন্য অফিস ভবনটির প্রয়োজনীয় কাগজ নথিপত্র আগুনে পুড়ে ছাই হইয়া গিয়াছে এবং উক্ত ভবনটি এখনো অরক্ষিত অবস্থায় রয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সদস্য এবং মুক্তিযোদ্ধাদের দাবি সরকার এই ভবনটিকে স্বাস্থ্য কমপ্লেক্স করে দেওয়ার জোর দাবি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আলি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সোরহাব উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ শাহিন রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।