হারাধন চক্রবর্তী :
গ্রামীণ জনপদ মীরসরাই উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক খবরিকা পত্রিকার রজত জয়ন্তী শনিবার ( ২৬ এপ্রিল) মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমবেত কন্ঠে রবীন্দ্রনাথের ‘ আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর হে’ দিয়ে শুরু হওয়া একে একে আবৃত্তি ও গানে মুখরিত হয়ে উঠে উৎসব। শিল্পকলা একাডেমীর ছোট্ট বন্ধুদের পরিবেশনায় ’ বৃন্দারে পলাশের বন পালাবো পালাবো বন’’ দলীয় নৃত্য মুগ্ধ করে সবাইকে। ’আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’ আবৃত্তি করে প্রতাপ বণিক রানা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ গেয়ে শোনান ‘ নিশা লাগিল রে, হাসন রাজা পেয়ারীর প্রেমে মজিল রে’ ।
বিকাল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে এর সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। তিনি তাঁর বক্তব্যপ্রদানকালে গনমাধ্যমকর্মীদের সুখ দু:খ ও অধিকার নিয়ে সকল সময় সকল সরকারের বৈষম্য এবং অবিচারের কথা তুলে ধরেন। আবার প্রকৃত সত্য বলতে গিয়ে সকলের রোষানোলে পড়ার বিষয়ে ও উদ্বেগ প্রকাশ করে আগামীদিনে একটি সুন্দর সুদিনের প্রত্যাশা রাখেন। অনুষ্ঠানের উদ্বোধক সাইফুল ইসলাম এই অঞ্চলের মুখপত্র হিসেবে খবরিকার ভূমিকা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরো সুগম পথচলার প্রত্যাশা সহ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, মীরসরাই কলেজের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী, মীরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, এফবিসিআই এর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জয়নাল হোসেন বাপ্পী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটারী বিভাগের শিক্ষক ড. এম এ গফুর. কবি কামরুন ঋজু, শবনম ফেরদৌসি, শাহিন ফেরদৌসি, নারায়ন সরকার, মঈন উদ্দিন চৌধুরী সেলিম, বাবু সুভাষ সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন, সাংবাদিক এম মাঈন উদ্দিন , রাজীব মজুমদার, নাছির উদ্দিন, সমাজকর্মী দীন মোহাম্মদ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ যথাক্রমে বিশ্বজিত পাল, ইকবাল হোসেন, রাজু কুমার দে, সাঈদ ভূঞা, ইকবাল হোসেন জীবন, আজিজ আজহার প্রমুখ। অনুষ্ঠানে খবরিকার মনোনিত সেরা কবি, সেরা আবৃত্তিকার ও খবরিকা সুহৃদ পুরস্কার প্রদান করা হয়। পাক্ষিক খবরিকার প্রকাশনার এই ২৫ বছর পূর্তির আরেকটি অর্জন এই জনপদে অনেক প্রথিতযশা সাংবাদিকের কর্মজীবনের সূচনা করা। ঠিক তেমনি একজন কর্মবীর ও সফল সাংবাদিক চট্টগ্রামে কর্মরত দ্য বিজনেজ ষ্টান্ডার্ড এর ষ্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন চৌধুরীকে প্রদান করা হয় রজত জয়ন্তী সম্মাননা স্মারক।
অনুষ্ঠানে ফেব্রয়ারীতে মাসব্যাপীর ভাষার আবৃত্তি অনুষ্ঠানের পুরস্কার গ্রহন করেন যথাক্রমে সেরা দশ জন যথাক্রমে প্রতাপ বণিক, প্রফেসর আক্তারুজ্জামান, বৃন্দা রাণী বণিক, সুবর্ণা চক্রবর্তী, এমদাদ হোসেন রিগ্যান, তনুশ্রী চক্রবর্তী, সায়মা তাবাচ্ছুম সুরাইয়া, আয়াত বিন মাঈন, অথৈই নাথ পায়েল ও ফাতিয়া আলম চৌধুরী। এছাড়া কবিতা আবৃত্তির পুরস্কার পান মাষ্টার হোছাইন সবুজ, মাজহারুল হক, পুশকিন চৌধুরী, এরিকা চৌধুরী, চন্দনা চক্রবর্তী, মো: মেহরাজ, শিউলি বড়ুয়া, কবি দীন মোহাম্মদ, মীর শাহীন, তাছলিমা চৌধুরী সুরভী, শাহাদাত হোসেন লিটন, অহনা, তানবিন নাহার প্রভা, নাসিফা তাবাচ্ছুম, তাসনিয়াতুল ইসরাত, ইলমা আলম চৌধুরী, সুমাইয়া তাবাচ্ছুম রিয়া ও তাহমিদ মুহিব। বিচারকের দায়িত্ব পালন করার জন্য সম্মাননা প্রদান করা হয় স্বপন চক্রবর্তী ও সুবর্ণা জেসমিন চৌধুরী কে। অনুষ্ঠানে সুহৃদ স্মারক প্রদান করা হয় মাষ্টার হোছাইন সবুজ, কবি প্রান্ত দত্ত, শিল্পী নীপা মজুমদার কে। এছাড়া খবরিকা পরিবারের রনজিত ধর, রাজিব মজুমদার, নাছির উদ্দিন, মামুন নজরুল, রিপন গোপ পিন্টু, আবুল খায়ের, সানোয়ারুল ইসলাম রনি, আব্দুল মান্নান রানা, জাবেদ হোসেন, জিয়াউর রহমান জিতু, তছলিম হোসেন, নাছির উদ্দিন ভূঞা, এমদাদুল হক ভূঞা, মীর হোসেন, ইব্রাহিম বাদশা, নিমাই দাস, রশিদুল হাসানকে প্রদান করা হয় রজত জয়ন্তী স্মারক।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তাকিবুর রহমান ও তানজিল আরা তানজু।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করতে আসেন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন। দুর্বার প্রগতি সংগঠনের পক্ষথেকে শুভেচ্ছা জানান সাধারন সম্পাদক মাহমুদ । শান্তিনীড় এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান রায়হান চৌধুরী ও আব্দুল আজীজ। আদর্শ বন্ধু ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ফয়সাল ও সাকিল।
এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অন্যান্যদের মধ্যে নবনীতা, অবন্তিকা, সানচিতা, সারা প্রমুখ ।
শারিরীক অসুস্থতার দরুন অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দু:খ প্রকাশ সহ খবরিকার জন্য শুভ কামনা সহ খবরিকার অর্ধশতবার্ষিকী অনুষ্ঠানে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন খবরিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল আলীম তুহিন। তিনি খবরিকা পরিবারের সকলের প্রতি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন ও সফলতা কামনা করেন।