মোঃ নাজিম মিয়া মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আজ দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম নুরুজ মিয়া (৬০)। তিনি পেশায় একজন কৃষক। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের জমি নিয়ে বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে নুরুজ মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁর মাথায় ও পায়ে গুরুতর জখম হয়।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে নুরুজ মিয়াকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিন মিয়া জানান, আহত নুরুজ মিয়ার মাথায় সাতটি ও বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে চারটি সেলাই লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং তাঁকে তিন থেকে চার দিন অবজারভেশনে রাখা হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কারা হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। স্থানীয়রা বলছেন, পুরনো জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলা ঘটে থাকতে পারে। তবে হামলাকারীদের নাম-পরিচয় জানাতে কেউই রাজি হননি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।