পাবনা জেলা প্রতিনিধি
রফিকুল ইসলাম রফিক দুই বারের সহ-সভাপতি দৌগাছী ইউনিয়ন যুবদল শাখা ও সাবেক ছাত্রনেতা পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজ সাবেক ছাত্র নেতা একজন বিচক্ষণ তরুন রাজনৈতিক ব্যাক্তিত্ব তিনি বলেন, আমাদের গবেষণা ভূল হতে পারে, যে সকল নেতারা ভোটের রাজনীতি না করে শক্তি ও ক্ষমতা অর্জনের চেষ্টা করছে ও যে সকল সুবিধাবাদীরা দলে এসে বলছে এই আওয়ামী লীগের লোক কোথায় যাবে তাদের ভোটের দরকার আছে আমি সেই সকল বিএনপি নেতা ও সুবিধাবাদীদের উদ্দেশ্যে বলছি ?
বাংলাদেশে বর্তমানে ভোট হলে জরিপ করে পাওয়া গেছে আওয়ামী লীগ ১৩.৯% অর্থাৎ আমি ধরে নিলাম ১৪% আওয়ামী লীগ ভোট পাবে আর যদি আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে সেই ক্ষেত্রে ১২ কোটি ৩৩ লক্ষ ভোটের মধ্যে আওয়ামী লীগের ১ কোটি ৬৮ লক্ষ ভোট জমা আছে এর মধ্যে ৭৭ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী পলাতক আছে তার মধ্যে থাকবে ৯০ লক্ষ ভোটার আছে তার মধ্যে এলাকায় যে সকল আওয়ামী লীগের খাস নেতাকর্মী আছে নেতাকর্মী কোনদিন ভোটের মাঠে যাবে না সেগুলোর মধ্যে অর্ধেক করলে ৪৫ লক্ষ আওয়ামী সমর্থিত সাধারণ ভোটার আছে এর মধ্যে বাংলাদেশের ৬৪ টা জেলা আছে আপনি ৪৫ লক্ষ ভোটারকে এক একটা জেলায় ভাগ করেন ৭০ হাজার ভোটার আছে তার মধ্যে এভারেজে পাঁচটা করে আসন আছে এক একটা আসনে 70 হাজার কে ভাগ করলে ১৪ হাজার ভোটার আছে তার মধ্যে বিএনপি পাবে ৪১% জামাত ইসলাম পাবে ৩১% এমসিপি ৫%অন্যান্য দল পাবে ৭% ভোট পাবে মোট ১১ হাজার ভোট কালেকশন হবে তার মধ্যে ৩ হাজার ভোট থাকবে এর মধ্যে কেউ বিদেশ আছে কেউ মৃত্যুবরণ করছে তাহলে বিএনপি পাচ্ছে মাত্র ৫ হাজার ভোট , এখন আমার প্রশ্ন হল ? আওয়ামী সন্ত্রাসী ও সুবিধাবাদীদের কে দলে নিয়ে বিএনপি'র ত্যাগী নেতাদেরকে দূরে রেখে সাধারণ জনগণের মন থেকে সরে গেলে যে সকল আওয়ামী সন্ত্রাসীদের ভোটের আশা করেছিলেন ৫ হাজার তার চেয়ে বেশি ভোট সাধারণ মানুষের কাছ থেকে বঞ্চিত হচ্ছে বা হবে । আমাদের হিসাব ভুল হলে ক্ষমা করবেন