বিশেষ প্রতিনিধি,
অভিনব কায়দায় মাদক পরিবহনকালে রাজশাহীর পুঠিয়া এলাকায় প্রাইভেট কারে চেকপোষ্ট করে ৪০.১ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে র্যাব -৫ রাজশাহী। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার জব্দ ।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ২৮শে এপ্রিল ২০২৫ খ্রিঃ ০২.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালপাড়া মৌজাস্থ আমিনুল মন্ডল প্লাজার সামনে পুঠিয়া টু তাহেরপুরগামী পাঁকা রাস্তার উপর একটি পুরাতন সাদা রংয়ের প্রাইভেট কারে (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ, ১৪-২৭২১) চেকপোস্ট পরিচালনা করে ৪০.১ কেজি গাঁজা, ০২ টি মোবাইল, ০২ টি সিম সহ আসামী ১। মোঃ মেহেদী হাসান হিরো (২৫), পিতা-মোঃ আব্দুল আউয়াল, মাতা-মোছাঃ হামিদা বেগম, সাং-শিমুলবাড়ি জাগলাটারি, উপজেলা/থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম, ২। মোঃ ফারুক উদ্দিন শাহ (৪৫), পিতা-মৃতঃ অলিম উদ্দিন শাহ, মাতা- মৃতঃ ফরিদা বেগম, সাং- বড় হাশিমপুর, শাহাপাড়া, থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুরদ্বয় ’কে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
৩। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।