আব্দুল্লাহ আল মামুন, যশোর
যশোের মণিরামপুরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২২ মার্চ শনিবার বিকেলে মণিরামপুর উপজেলা সংলগ্ন নিউ রাজিয়া হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইজ্জত আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম খালাসী, ইসলামী আন্দোলনের মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শামছুদ্দিন আজাদী, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি গাজী শহিদুল ইসলাম নব গঠিত কমিটির সকল সদস্য কে শপথ বাক্য পাঠ করান।দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।