এম এ সাকিব খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ
২০/০৩/২০২৫ ইং রোজ: বৃহস্পতিবার। ঘোড়াঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে গত ৫/৩/২৫ ইং তারিখে রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এ নিয়োগে অনিয়মের নিউজ প্রকাশ করায়, রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৈয়দ আখতারুজ্জামান ঘোড়াঘাট প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সুমন মিয়া ও অর্থ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন ও সহকর্মী ফাহিম হোসেন রিজু এনাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট কিছু নিউজ প্রকাশ করে তার এই মনগড়া নিউজ প্রকাশ করায় ঘোড়াঘাট প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ক্লাবের সভাপতি, ভারপ্রাপ্ত সেক্রেটারি ,ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা। উক্ত ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গফফার প্রধান এটাও বলেন যে আমাদের সাংবাদিকবৃন্দ অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত নয়। তিনি আরো বলেন আমরা সাংবাদিক সত্য সংবাদ প্রকাশ করায় কারো পক্ষে অথবা কারো বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক এতে করে যদি কারো আতে ঘা লাগে তাহলে আমাদের কিছু করার থাকে না। সাংবাদিকের কলম সর্বদাই সত্যের পথে অটল থাকবে। তিনি এটাও বলেন যে আমার প্রেসক্লাবের কোন সদস্য অন্যায় ভাবে কেউ যদি বিপদে ফেলার চেষ্টা করে তাকে কঠোর হস্তে দমন করা হবে ।পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে উক্ত প্রেসক্লাব এর সভাপতি সংবাদ সম্মেলন মুলতবি ঘোষণা করেন।