তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি
ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুঃসংবাদ দিলেন পর্দার পরিচিত মুখ উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। প্রায় আড়াই বছর ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন তিনি। রাজধানী ঢাকার বনানীতে একটি পোশাকের প্রদর্শনীতে দেখা গেছে তাকে। প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ ক্যানসার রোগীদর চিকিৎসায় খরচ হবে।
শনিবার (২২ মার্চ) উজ্জ্বলা ফাউন্ডেশন আয়োজিত ওই প্রদর্শনী শেষ হয়েছে। যার পরিচালনায় অভিনেত্রী সামিয়া আফরিন। প্রদর্শনী চলাকালে তিনি বলেন, ২০২২ সালের ঠিক এপ্রিলে আমার ক্যানসার শনাক্ত হয়। ওই সময় করোনা থেকে মাত্রই লকডাউন উঠেছে এবং কিছু দেশ খুলছে (ভ্রমণ অনুমতি)। এমন সময় স্টেজ ফোর-এ ছিল আমার ক্যানসার।
সামিয়া আফরিন বলেন, এটা আমার পরিবারের জন্য খুবই ভীতিকর ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে, এটা একটা অসুখ, এ জন্য লড়াই করতে হবে বা নিরাময়ের পথ খুঁজে বের করতে হবে আমাকে। এ জন্য ভয় না পেয়ে এই রোগ কীভাবে নিরাময় হতে পারে, তা খুঁজে বের করি আমি।
এ উপস্থাপক ও অভিনেত্রী বলেন, ওই সময় আমি মানসিকভাবে ভেঙে না পড়ে বরং পরিবারের জ