অদ্য ২৪ মার্চ ২০২৫, সোমবার, বিকাল ৩টার দিকে
মৌলভীবাজার সদর উপজেলার থানাবাজার–মমরুজপুর খেয়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় ১০ বছর বয়সী কিশোর জিসান আহমদ সহ আরও দুইজন কিশোর। স্থানীয়রা দুইজনকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও জিসান স্রোতের টানে তলিয়ে যায়।
নিখোঁজের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান চালায়। টানা চার ঘণ্টার প্রচেষ্টার পর জিসানের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন।
একটি হাসিখুশি পরিবারের স্বপ্ন ভেঙে গেলো ঈদের আগেই। জানা যায়, আসন্ন ঈদুল ফিতরের জন্য জিসানের নতুন জামা-কাপড় কেনা হয়েছিল, আজই সে সেলুনে গিয়ে চুল কাটে। চুল কাটার পর মনু নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে প্রাণ প্রদীপ নিভে গেলো কিশোর জিসানের।
জিসানের পরিবার ও আত্মীয়-স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে শিশু-কিশোরদের নদীতে সতর্কতার সঙ্গে নামার পরামর্শ দিয়েছেন।