সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
বাগেরহাট, ২৪ মার্চ ২০২৫ (বাসস): জেলার কচুয়া উপজেলায় আজ কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। এ সময় কচুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ নাইমুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।এদিন ৩০ জনের কৃষকের মধ্যে দশজনের প্রত্যেককে মুগডালের বীজ ৫ কেজি, এমওপি সার ৫ কেজি, ডিএমপি ১০ কেজি এবং ২০ জন তিল চাষীর প্রত্যেককে ১ কেজি তিল বীজ, এমওপি সার ৫ কেজি এবং ১০ কেজি ডিএমপি সার প্রদান করা হয়।