1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
রৌমারীতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অভিযানে মাদকদ্রব্য আটক ৬০০ পিস রৌমারীতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)  পাবনায় বাংলা নববর্ষ ১৪৩২ উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  পাবনায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের ১ সদস্য গ্রেপ্তার এস এস সি পরীক্ষার্থীদের জন্য মিলাদ মাহফিল বিদায় অনুষ্ঠান ইসলামের মর্মবাণী-সত্যবাণীর দিকে,কুরআনের আদর্শ কুরআনের শিক্ষার সাবেক এমপি ফজলুর রহমান সুলতান সাহেবের ১০ম মৃত্যুবার্ষিকী বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রে‘ফ‘তার পটুয়াখালী বাউফল  নান্দাইলে চাঁদাবাজির হামলায় গুরুতর আহত একজন। বাঘায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

থানা কম্পাউন্ডে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার 
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার 

কক্সবাজারের পেকুয়ায় থানার কম্পাউন্ডে বীর মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে পেকুয়া থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৩৯)। তিনি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়ার পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ এর ছেলে। তিনি মুঠোফোন কোম্পানি রবি’র এরিয়া ম্যানেজার বলে জানা গেছে। উক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় আটক ব্যক্তির নাম শাহাব উদ্দিন (৪৫)। তিনি একই এলাকার হাজী দৌলত এর পুত্র।

আহত ব্যক্তিকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। জখম গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, টইটংয়ের পশ্চিম সোনাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ ও তার নিকট আত্মীয় শাহাব উদ্দিন গংদের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে পেকুয়া থানায় আবদুল অদুদ বাদী হয়ে শাহাব উদ্দিন সহ ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ঘটনার দিন সকালে পেকুয়া থানার এএসআই আপ্যায়ন বড়ুয়া দু’পক্ষকে নিয়ে থানায় বৈঠক করেন। থানার নারী ও শিশু সুরক্ষা ডেস্ক কক্ষে ওই বৈঠকে দু’পক্ষের সিদ্ধান্ত অমিমাংসিত থেকে যায়। এমনকি ১১ এপ্রিল পরবর্তী বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা সহ উত্তেজনা দেখা দেয়। এ সময় শাহাব উদ্দিন গং চড়াও হয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ এর ছেলে আবদুল মান্নান ওরফে মিশুকে মারধর করে। এক পর্যায়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয় আব্দুল মান্নান ।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় দুপক্ষের বৈঠক হয়। বৈঠক শেষ করে বের হওয়ার সময় আমার ছেলে আব্দুল মান্নান’কে অতর্কিত ভাবে হামলা করেছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে।

এ ব্যাপারে টইটং ইউপির সদস্য ইলিয়াস মুহাম্মদ রোকন উদ্দিন বলেন, দু’পক্ষের প্রতিনিধি হিসেবে আমি ও বৈঠকে ছিলাম। এ পর্যন্ত তিন দফা বৈঠক হয়েছে। তবে বিরোধ নিষ্পত্তি হয়নি। এক পক্ষ আরেক পক্ষের উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। এতে মান্নান গুরুত্বর আহত হন।

পেকুয়া থানার এএসআই আপ্যায়ন বড়ুয়া জানান, একটি জিডির তদন্তের জন্য দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলাম। থানার কম্পাউন্ডে তাঁরা মারামারি করছে। এতে একজন আহত হয়েছে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহবুল আলম জানান, আবদুল মান্নানকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। তাঁর নাকের আঘাত গুরুতর ছিল তাই আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট