স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
ত্রিশাল থানাধীন আমিরাবাড়ী সাকিনস্থ নিগার জামান ফিলিং স্টেশন এর সামনে ময়মনসিংহ টু ঢাকা গামী মহাসড়কের উপর, চেকপোস্ট থেকে চোরাচানি আমদানি নিষিদ্ধ ভারতীয় ৬৩টি বোতল মদ ও ৬টি মোবাইল এবং মামনি এন্টারপ্রাইজ নামক একটি বাস গাড়ি সহ ৩ জন আসামি গ্রেফতার করেন। আমিরাবাড়ী ইউনিয়ন এর বিট অফিসার, এস, আই, শেখ গোলাম মোস্তফা রুবেল এর সহকারী টিম এর নেতৃত্বে জব্দ করা করা হয়।
১. নাম:মোঃ কাঞ্চন মিয়া বয়স: ২৭, লিঙ্গ: পুরুষ পিতার নাম: মৃত হাবিবুর রহমান। মাতার নাম: মোছাঃ কামরুন্নাহার, ঠিকানা: স্থায়ী: গ্রাম- রামনগর (কুমুদগঞ্জ বাজার সংলগ্ন), উপজেলা/থানা- দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, বাংলাদেশ।
২. নাম: ইয়াসিন আরাফাত, বয়স: ২২, লিঙ্গ: পুরুষ, পিতার নাম: মৃত জিয়াউর রহমান, মাতার নাম: পেয়ারা আক্তার, ঠিকানা: স্থায়ী: গ্রাম- লক্ষীপুর, উপজেলা/থানা- দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, বাংলাদেশ।
৩. নাম: রিফাত মিয়া বাবু, বয়স: ২৪ লিঙ্গ: পুরুষ, পিতার নাম: আইনুল মিয়া, মাতার নাম: মনজুয়া বেগম। (৩নং ওয়ার্ড, ইউপি-কাকেরগড়া),