1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পৌর ১নং ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিরনগরে উপজেলা বিএনপির ঈদ পুনঃ মিলনীও আলোচনা সভা অনুষ্টিত বাংলা নববর্ষ সুদীর্ঘকাল ধরে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক ও বাহক লায়ন ডা. বরুণ কুমার আচার্য দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আবুল হাশেম সরকার সাবেক মেম্বার, দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রৌমারী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রাজ্জাক শেরপুর নিখোঁজের ২ দিন পর ভুট্টা খেতে মিলল দিনমজুরের ম র দে হ খুলনায় সাইনবোর্ড টানাতে গিয়ে দুই মাদ্রাসা ছাত্র দগ্ধ মানববন্ধনে বক্তারা বলেন সুবিপ্রবি নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না কুয়েট ক্যাম্পাসে শান্তিপুর্নভাবে প্রবেশ করলো শিক্ষার্থীরা

দেওয়ানগঞ্জের দুর্গা এন্টারপ্রাইজের কর্ণধার, কে এই শ্যামল সাহা

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার:

জামালপুর দেওয়ানগঞ্জের দূর্গা এন্টারপ্রাইজ-এর সত্ত্বাধিকারী শ্যামল সাহা মূলত একজন ব্যবসায়ী। খতিয়ে জানা গেছে, শ্যামল সাহা ১৯৮৮ সাল থেকে ঠিকাদারীসহ অন্যান্য ব্যবসা করে আসছেন। পর্যাক্রমে দূর্গা এন্টারপ্রাইজ জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলের প্রতিষ্ঠিত ঠিকাদার হিসেবে পরিচিত লাভ করে। এলজিইডি, সওজ, শিক্ষা প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্যসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঠিকাদারী ব্যবসা করে আসছেন। শ্যামল সাহা একজন পেশাদার ঠিকাদার হিসেবে নিজের ব্যবসা-বানিজ্যের স্বার্থে কিংবা প্রয়োজনে নিজ এলাকার বিভিন্ন রাজনৈতিক লোকদের সঙ্গে সংগত কারণেই সর্ম্পক হয়, কিন্তু শ্যামল সাহার সঙ্গে নির্দিষ্টভাবে কোনো দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ীকভাবে আমেরিকাসহ বিভিন্ন দেশে ভ্রমনের হিস্ট্রি থাকলেও রাজনৈতিক দলের সঙ্গে ভ্রমনের কোনো তথ্য পাওয়া যায়নি। দেশের একজন প্রতিষ্ঠিত ও পরিচিত ব্যবসায়ী  এ কে আজাদ এফবিসিআইয়ের সভাপতি থাকাকালে শ্যামল সাহা ছিলেন কার্যকরি কমিটির সদস্য। তার সঙ্গে আমেরিকা সফরটি ছিলো ব্যবসায়ীক সফর। তাছাড়া  নিজ গ্রামে নির্বাচনী আলোচনা সভায় শ্যামল সাহাকে বক্তব্য দেওয়ার একটি ছবি থাকলেও তা জাতীয় নির্বাচনের নয়,  স্থানীয় নির্বাচনের ছিলো।
সূত্র জানায়, গত ০৫/০১/২০২৫ ইং তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী কর্তৃক ২২ কোটি ২৬ লাখ ৬২ হাজার একশত চার টাকার একটি দরপত্র আহ্বান করা হয়। যার প্যাকেজ নং- LGED/W-15A/Bridge-Culvert-16 । দূর্গা এন্টারপ্রাইজ ও মইন উদ্দিন বাঁশী লিমিটেড জেবি করে  উক্ত দরপত্রে অংশ গ্রহণ করে এবং  সর্বনিম্ন দরদাতা হয়। মূলায়ন কমিটি মূল্যায়ন শেষে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড (NOA) দেওয়ার পর উক্ত কাজ বাস্তবায়নের জন্যই ব্যাংকের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী বরাবর জামানতের টাকা জমা দেয়া হয়। সরকারি দীর্ঘ ছুটির কারণে চুক্তিপত্রে স্বাক্ষর করতে না পারলেও তা জটিল কিংবা বড় কোনো বিষয় নয়।
উক্ত বিষয়ে দূর্গা এন্টারপ্রাইজ-এর মালিক শ্যামল সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আপনি একজন সাংবাদিক হিসেবে সরেজমিনে অনুসন্ধান করে দেখুন- আমি কখনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম কি-না। এবং আমি ঠিকাদারী ব্যবসা রাজনৈতিক  সরকারের সঙ্গে নয়, বরং রাষ্ট্রের সঙ্গে কাজ করি। যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করি, সেগুলো রাজনৈতিক নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কাজ করতে গিয়ে ছোটখাটো ভুল হলে হতেই পারে কিন্তু কোনো দুর্নীতি করিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট