দিলীপ কুমার স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের উদ্যােগে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে কোয়াটার ফাইনালে ট্রাইবেকারে গাজীনগর কিংস স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ঠাকুরভোগ স্পোর্টিং ক্লাব।
রবিবার(১৩ই এপ্রিল) বিকালে আসামমুড়া গ্রামের পূর্বের মাঠে আয়োজিত দ্বিতীয় রাউন্ড খেলায় কোয়াটার ফাইনালে দীর্ঘ ৫০ মিনিট খেলার পর ট্রাইবেকারে গাজীনগর কিংস স্পোর্টিং ক্লাবকে ৩-২গোলে হারিয়ে দিয়ে জয় লাভ করে ঠাকুরভোগ স্পোর্টিং ক্লাব সেমিফাইনালে উঠে। রেফারীর দায়িত্ব পালন করেন মোঃসুমন ইসলাম ইমন।খেলা শেষে ঠাকুরভোগ স্পোর্টিং ক্লাবের সর্বোচ্চ গোল দাতা রাফির হাতে ম্যান অফ দ্যা ম্যাচ ক্রেষ্ট তুলে দেন আসামমুড়া গ্রাম ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি কবির মিয়া, ৪নং ওয়ার্ড সদস্য রোশন আলী, হাম্মাদ আহমদ, ফ্রান্স প্রবাসী পারভেজ আহমেদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন মোঃআক্তার হুসেন, এইচ,এম নাছির, সুহেল আহমদ আফরোজ আলী,জাকির হুসেন,স্বাস্থ্য কর্মী কাউসার আহমদ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ।