হোসেন আলী নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলার হবখালী ইউনিয়নের বিট অফিসার এসআই রাকিব হোসেন,বাগডাঙ্গা বাজারের পাশে মোটর সাইকেল পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ করে পিছন থেকে একটি বেপরোয়া গতিতে আসা মোটর সাইকেল এসে রাকিব সাহেব কে আঘাত করে। আঘাতের ফলে মোটর সাইকেলটি অনেক ক্ষতি হয় এবং রাকিব সাহেবের পা অনেকখানি কেটে যায় এবং সে গুরুতর আহত হয়। এসআই রাকিব একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার, সে এই এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক সেবনকারীদের বিভিন্ন সময় গ্রেফতার করে। এসআই রাকিবের নাম শুনলে মাদক কারবারিরা আতঙ্কে থাকে। পিছন থেকে তার উপরে মোটরসাইকেল উঠানো ব্যক্তিরা মাদক সেবনকারী কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।