মোঃ রুবেল হোসাইন বাউফল প্রতিনিধিঃ
ফিলিস্তিনে নিরীহ জনগণের ওপর চলমান বর্বর ও অমানবিক হামলার বিরুদ্ধে পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীদের
“ন্যায় বিচারের জন্য মেয়েদের নেতৃত্ব” নামের একটি নারী সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ফাইজা বাচ্চুর সারা, সাইমা রহমান সারা , লিজা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশু, নারী ও নিরীহ মানুষের উপর নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের যে নির্মম চিত্র আমরা প্রত্যক্ষ করেছি, যা আর নীরবে সহ্য করা যায় না। এই নৃশংসতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হোক স্পষ্ট, শক্তিশালী ও মানবতার পক্ষে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে চলমান ফিলিস্তিনে হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজ আমরা মানববন্ধনের আয়োজন করেছি ফিলিস্তিনির জনগনের উপর অমানবিক নির্যাতন অত্যাচার ও নৃশংসতা চলছে, তা শুধু মুসলিম নয় সমগ্র মানব জাতির জন্য উদ্বেগের বিষয়। নারী ও শিশুর প্রতি প্রতিনিয়ত নিষ্ঠুর বাস্তবতার চিত্র দেখছি তা আইয়ামে জাহিলিয়াকেও হার মানায়, তাই আমরা অনতিবিলম্বে যুদ্ধে আহ্বান জানাচ্ছি এবং মুসলিম বিশ্বের সকল দেশকে আমরা ইজরায়েলের পণ্য বয়কট করার আহ্বান জানাচ্ছি।