1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :

গোবিন্দগঞ্জের মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দুইজন খালাস

মোঃ আলামিন হোসেন  উপজেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

মোঃ আলামিন হোসেন  উপজেলা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদক মামলায় ট্রাক চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে খালাস দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

(১৭ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন। এবিষয়টি নিম্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস।

এ মামলা সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১৬ জুলাই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কে চেকপোস্ট বসায় র‍্যাব। এসময় একটি ট্রাকের কেবিনের ভেতর তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। পরে র‍্যাবের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) এবং একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২)। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে এ মামলার রায়ে খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষাণার সময় তারা আদালতে ছিলেন না। তবে তাদের পক্ষের আইনজীবী হিসাবে শুনানীতে অংশ নেন জিএম মুরাদ।

রায় প্রদানের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষি সাব্যস্ত করেন। পরে বিচারক বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট