বিশেষ প্রতিবেদক কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলায় দোকান ভাড়ার টাকা চাওয়ার জের ধরে উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মো:ইকবালকে হত্যার ঘটনা ঘটেছে । গত রাত আনুমানিক দুইটার সময় এ ঘটনা ঘটে, এ ঘটনায় মো:শরিফ প্রকাশ বট্টল (৪৫)নামে এক ব্যক্তি আটক করেছে উখিয়া থানা পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
আটককৃত শরিফ প্রকাশ বট্টল(৪৫) রাজা পালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব সিকদার বিলের শামসুল আলমের ছেলে।
প্রয়াত কলেজ শিক্ষক মো:ইকবাল টিটিএনের বিশেষ প্রতিনিধি ইফতিয়াজ নুর নিশানের বাবা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান-ঘটনা স্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
জানা যায় রবি বার দিবাগত রাত দেড়টার দিকে ঘিলা তলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে শরীফ প্রকাশ বট্টল শিক্ষক ইকবালের উপর হামলা করে গুরুতর আহত করে, পরে স্বজন ও এলাকা বাসী তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।