মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
আমরন অনশনের আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনায় বসে সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) ছাত্র কল্যান পরিচালক। আজ দুপুরে সংবাদ সন্মেলন করে তিনি এ আহবান জানান। তবে আলোচনার প্রস্তাব গ্রহণ করলেও আমরন অনশন কর্মসুচিতে অনড় অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা। সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান পরিচালক ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াস আক্তার, সহকারী ছাত্র কল্যান পরিচালক রাজু আহমেদ ও ইইই বিভাগের অধ্যাপক মো: আশরাফুল গনি ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন, অধ্যাপক ড. তৌহিদ হোসেন, অধ্যাপক ড. রাজিয়া খাতুন, অধ্যাপক ড. রোকনউদ্দিন, অধ্যাপক ড. ইলিয়াস এনাম, অধ্যাপক ড. আরিফুজ্জামান, অধ্যাপক ড. মনির হোসেন, অধ্যাপক ড. আওলাদ হোসেন, অধ্যাপক ড. আহমেদ হাসান আলী, অধ্যাপক ড. কাউসার আহমেদ রিজা, অধ্যাপক ড. শরিফুল ইসলাম প্রমুখ।