শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ এপ্রিল অনুষ্ঠিত জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক দৌড় প্রতিযোগিতা ২০২৫-এ আগচারান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শাহিদ (রোল-২৩)১ম স্থান অধিকার করে সকলের মন জয় করেছে! জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগীদের মধ্যে শাহিদ তার দক্ষতা, অদম্য মনোবল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই গৌরবময় সাফল্য ছিনিয়ে এনেছে।
এই জয় কেবল শাহিদ বা তার বিদ্যালয়ের নয়, পুরো আগচারান গ্রামের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। শাহিদের এই অর্জন প্রমাণ করে যে প্রতিভা আর ইচ্ছাশক্তি থাকলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ছোট্ট বিজয়ী একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
আমরা সকলেই শাহিদ কে অভিনন্দন জানাই, শাহিদ এই সাফল্যে গর্বিত আগচারানের মানুষ। শাহিদ এর ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়, সেটিই কামনা করি। সকলের কাছে অনুরোধ—এই মেধাবী শিশুটির জন্য দোয়া রাখুন এবং তাকে অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে উৎসাহিত করুন। আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, টাঙ্গাইল।