দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা৷
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীবৃন্দ, সুনামগঞ্জে ২৩শে এপ্রিল ২০২৫ রোজ বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমাদের মাননীয় উপাচার্য সম্পর্কে উত্থাপিত মিথ্যা ও বানোয়াট বিষয়গুলির আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কোন দলিল ছাড়াই এই ধরনের বিবৃতি অত্যন্ত অযৌক্তিক এবং অসম্মানজনক যা মাননীয় উপাচার্য তথা বিশ্ববিদ্যালয়ের জন্য মানহানীকর। বিশ্ববিদ্যালয়কে জাতির বাতিঘর হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা বানোয়াট বক্তব্য আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখান করছি এবং আমরা এই বিবৃতি প্রত্যাহারের জন্য অনুরোধ করছি।
জাতির সামনে সুনামগঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের কোন প্রমাণ ছাড়াই আমাদের উপাচার্য স্যারের অসম্মান আমরা কখনই মেনে নেব না। আমাদের মাননীয় উপাচার্য স্যার অত্যন্ত খ্যাতিমান অধ্যাপক এবং গবেষক। যদি আমাদের উপাচার্য স্যারের বিষয়ে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জে ২৩শে এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা প্রতিবাদ কর্মসুচিতে যেতে বাধ্য হব এবং এই বিষয়ে সংবাদ সম্মেলন ডাকব। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত শিক্ষার্থীরা উপাচার্য স্যারের বিরুদ্ধে মিথ্যা বিবৃতি প্রত্যাহার না করলে প্রতিবাদ কর্মসূচিতে যেতে সম্মত হয়েছে।