1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্সে পরিনত হবে বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ সাত্তার বিলচলনী  যুবলীগ কর্মী থেকে, জিয়া মঞ্চ নেতায় রূপান্তরিত অস্ত্র মামলার আসামি মাসুম ভুঁইয়া আটক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দু’টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪৫ বোতলEskuf (কোডিন) উদ্ধার’ আটক-১ গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রফিককে গ্রেফতার করেছে পুলিশ আশাশুনির বড়দল ইউনিয়ন এর কৃষকরা অভিশপ্ত জলবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে মানববন্ধন কক্সবাজার-মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সি-ট্রাক চলাচল শুরু ভাঙ্গুড়ায় নিখোঁজের স্কুল ছাত্রের ম র দে হ উদ্ধার কক্সবাজার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে কক্সবাজার জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন একই প্লাটফরমে শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শিল্পপতি মইনুল ইসলাম

রাজধানীর গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আল আমিন’কে হত্যা

সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার

 

রাজধানীর গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আল আমিন’কে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সোহাগ’কে ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

১। রাজধানী ওয়ারী থানাধীন গুলিস্থানের কাপ্তান বাজার এলাকার ক্ষুদ্র ব্যবাসায়ী আলআমিন (২৪), পিতা-আব্দুল মান্নান, সাং-লক্ষীপুর খোলাবাড়িয়া, থানা-নাটোর সদর, জেলা-নাটোর দীর্ঘদিন যাবৎ শীতবস্ত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। গত ০৪/১২/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১৪:৪৫ ঘটিকায় ভিকটিম আল আমিন প্রতিদিনের ন্যায় গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় শীতবস্ত্র বিক্রি করতে থাকে। একই সময় বেআইনী জনতাবদ্ধ হয়ে সোহাগসহ অপরাপর আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনা মোতাবেক ১৫/১৬ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে অস্ত্র-শস্ত্র, চাকু, রড, সুইচ গিয়ার, লাঠি নিয়ে ভিকটিম আল আমিনকে এলোপাথাড়ি আঘাত করে দুই পায়ের উরুসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে। অতঃপর ভিকটিম আল আমিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসা শুরু করলে বিবাদীরা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তার পরিবার ও স্থানীয় লোকজন ভিকটিম আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উল্লেখিত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আল আমিনকে পরিক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় মৃত ভিকটিম আল আমিনের মা বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় সোহাগসহ ০৬ জন এবং অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-০৫/১২/২০২৪ খ্রিঃ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০২/৩৭৯/৪২৭/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে সোহাগসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

 

২। উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে।

৩। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল ২৫/১২/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আলআমিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ সোহাগ (২৫), পিতা- মোঃ আবু তাহের, ওয়ার্ড নং-৩৮, থানা-ওয়ারী, ডিএমপি-ঢাকা ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।

 

৪। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট