স্টাফ রিপোর্টার :
রূপসদী গ্রামের সাধুর বাগ নামের বাগান বাড়ির পাশে থেকে কৃষি জমি কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে দীর্ঘ অনেকদিন যাবত। বালু ডেজারের মাধ্যমে দুইটি বিশাল বড় মেশিন বসিয়ে রূপসদী খানে পাড়াতে জন্টু সাহা এবং নির্মল সাহা ও সাথে সব চাইতে বড় জায়গা রূপসদী উওর বাজারের সোনালী ব্যাংকের পাশে, বাক্কি সাহেবের জায়গাতে বালি ব্রড চলছে। গোকুলনগর এর ডেজার মালিক মোঃ মোস্তফা অনেকদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কৃষি জমি কেটে বর্তমানে এই দুজনের বিশাল বড় মাপের জায়গা, এই অবৈধ বালু ব্যবসায়ী মোস্তফার মাধ্যমে ভরাট করা হচ্ছে। আজ ৩০ ই ডিসেম্বর রোজ সোমবার বাঞ্ছারামপুর প্রশাসন কর্তৃপক্ষ এসিলেন্ট মহোদয় এর অভিযানে অবৈধভাবে দুইটি ডেজারের মাধ্যম থেকে একটি ড্রেজার উদ্ধার করা হয় এবং কিছু পাইপ ও উদ্ধার করা হয়, সাথে ছিলেন বাঞ্ছারামপুর থানার পুলিশ বাহিনী। কর্তৃপক্ষের আরো দৃষ্টি আকর্ষণ করছি এরকম অবৈধভাবে আরো বালু উত্তোলনের জন্য রূপসদী টু দরিকান্দি রোডে আরেকটি ডেজার বসানো হয়েছে, তারা রাতের বেলায় বালু উত্তোলন করে আসছে এবং দিনের বেলায় ডেজার বন্ধ রাখে। এটি যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্ত ডেজার মালিক মোঃ মোস্তফা দীর্ঘ অনেক বছর যাবত সে দাপটের সাথে তার ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে বর্তমানে তার দুইটি জায়গাতে বালি ভরাডের কাজ চলমান।