গাইবান্ধার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৬তম পদাতিক ডিভিশনের অধীনস্ত ৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে জেলার পলাশবাড়ীর সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রোকনুজ্জামান জয়সহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ক্যাম্প কমান্ডার মেজর রোকনুজ্জামান জয় বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের ও জনগণের কল্যাণে নানান জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এরূপ জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ক্যাম্প কমান্ডার মেজর রোকনুজ্জামান জয় বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের ও জনগণের কল্যাণে নানান জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এরূপ জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।