1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

দেশবরেণ্য তবলাগুরু পণ্ডিত বিজন চৌধুরীর স্মৃতিচারণ ও উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান শ্রদ্ধায়-কথামালায়-তবলা লহড়ার বোলে-নৃত্যে-সংগীতে মুখরিত

সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি-চট্টগ্রাম)
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি-চট্টগ্রাম)

আনন্দী সঙ্গীত একাডেমি চট্টগ্রামের আয়োজনে দেশবরেণ্য কিংবদন্তী তবলাগুরু পণ্ডিত শ্রী বিজন কুমার চৌধুরীর ৮৫তম জন্মদিবস ও ১০তম প্রয়াণ দিবস স্মরণে স্মৃতিচারণ ও উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান গত ৪ জানুয়ারী রোজ শনিবার চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে বহুমাত্রিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

আনন্দী সঙ্গীত একাডেমি চট্টগ্রামের সভাপতি গিটারশিল্পী শ্রী বিষুতোষ তালুকদারের সভাপতিত্বে ও প্রতিভাময়ী বাচিক শিল্পী তুর্না বড়ুয়ার অপূর্ব সঞ্চালনে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগীত ভবনের অধ্যক্ষ সঙ্গীতজ্ঞ বিদুষী কাবেরী সেনগুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিয়াজ ওয়ায়েজ। বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের সহ-সভাপতি আ.ন নাসির উদ্দিন,

খাদ্য অধিদপ্তর কর্মকর্তা সঙ্গীতপ্রেমী দোলন দেব।

শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আনন্দী সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তবলা শিক্ষক শ্রী সুরজিৎ সেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক জিতু বড়ুয়া,সদস্য সচিব রাজু দাশগুপ্ত। উচ্চাঙ্গ সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শককে মাতিয়ে রাখেন পণ্ডিত জহর মুখার্জি(কন্ঠ),শিল্পী দোলন কানুনগো (মোহন বীণা),তবলায় সংগত করেন তবলা শিল্পী দেবু চক্রবর্তী ও সজীব বিশ্বাস। বিশিষ্ট নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় ও ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের পরিবেশনায় পরিবেশিত হয় শাস্ত্রীয় নৃত্য। সমবেত তবলা লহড়ায় অংশগ্রহণ করে তবলার অনুপম লহড়ায় অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন তবলা শিল্পী সর্বশ্রী তপু বড়ুয়া,জিতু বড়ুয়া,আদৃত চৌধুরী,দুর্জয় বড়ুয়া,আনন্দি সেন,রাতুল সেন,প্রান্থ দাশ,তীর্থ বড়ুয়া,সহস্র চৌধুরী,দীপ মজুমদার,রাজ দ্বীপ দত্ত,

জেনি ধর,মনোজ ভাস্কর ঋভু,উচ্ছ্বাস সেন,দীপাঞ্জন দাশ,শারদ শীল,নবজিৎ মুহুরি, অভ্র চৌধুরী,অঙ্কুশ সেন,পুনম দত্ত ও তীর্থ দাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- পাখির গুঞ্জন,বৃক্ষলতার ছন্দময়তা,বর্ষার বারিধারার তাথৈ নৃত্য,নদী সাগরের বারি তরঙ্গ,আকাশের বজ্রধ্বনি, পাল তোলা নৌকার কলরব,জীবজন্তু কীট পতঙ্গের মিটি মিটি আওয়াজ সমস্ত কিছুই যেন সঙ্গীত,সুর,তাল,লয়,বোল সৃষ্টির অমিয় বারতারই আগাম বার্তা বহন করে। খ্যাতিমান তবলাগুরু,সাধকব্যক্তিত্ব পণ্ডিত শ্রী বিজন কুমার চৌধুরী সে শাশ্বত ধারারই অনিন্দ্য সুন্দর বার্তাবাহক ছিলেন। যা তাঁর চিরসুন্দর জীবন ও কর্মাদর্শের মধ্যে জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি আদর্শিক শিক্ষার্থীদের মধ্যে তিনি আজীবন বেঁচে থাকবেন এটা আমাদের আন্তরিক বিশ্বাস। শত শত সঙ্গীতপ্রেমী দর্শকের অনুপম উপস্থিতির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হওয়া এবারকার স্মরণানুষ্ঠান শ্রদ্ধায়,স্মৃতিতে,নৃত্যে,সঙ্গীতে,

ভঙ্গিতে,তবলা লহড়ার বোলে,

আত্ম উপলব্ধিজাত কথার মাল্যে ছিল সত্যিকার অর্থে মুখরিত ও প্রাণবন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট