নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলা আদমজী কদমতলী এর মেইন রাস্তায় দুপাশে মানুষের চলাচলের ফুত পাথ রয়েছে। সেই ফুত পাথে দোকান পাঠ দেখা যায়। কেউ কিছু বললে তাদের মার ধর করতে আসে। সেই দোকানদারদা।
যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে। সেই রাস্তায় যদি শাক সবজির দোকান পাঠ বসে তাহলে মানুষ গুলো কোন দিকে চলাচল করবে। যেকারণে প্রতিনিয়ত রোড এক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে। সেই ব্যাপারে কিছু বললে তারা সেই ব্যাপারটা কানে নি্ছে না।
সেই ব্যাপারে কেউ কোনো কিছু বলছে না। গত সপ্তাহে মঙ্গলবার আদমজী ইপিজেড এর সামনে রোড পার হতে গিয়ে দুজন টাকের নিচে চাপা পড়ে মারা যান। একজনের মগজ চিটকে বের হয়ে যায়। আরেকজনকে ফিসে মেরে চলে যায়। এই ভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের দিন দিন রোড এক্সিডেন্টে না জানি কত জীবন ঝরে যাবে।