২০১৩ সালে দেলোয়ার হোসেন সাইদীর ফাঁসির রায় ঘোষণা করা হয়!সমগ্র বাংলাদেশে শুরু হয় প্রতিবাদ মিছিল!তারি ধারাবাহিকতায় ঈদগাহ উপজেলাতে প্রতিবাদে রাস্তায় নামে হাজার হাজার জনতা!এই প্রতিবাদ মিছিলে বাধা দেই আওয়ামী লীগ ও পুলিশ! পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলে করতে থাকে সাধারণ মানুষ এই মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ আহত হয় শত শত মানুষ পুলিশের গুলিতে নিহত আব্দুর রশিদ!তখনকার সময় কেউ কিছু বলতে পারেনি আওয়ামী শক্তি ব্যাকে বসেছিল জাতির উপর ! ৫শে আগস্টের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকার হতনের পর সারা বাংলাদেশের নয় ঈদগাহ উপজেলাতে হয় হত্যা মামলা এই হত্যা মামলায় আসামি করা হয় পুলিশ আওয়ামী লীগ হ ৫১ জনকে!