1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

পটুয়াখালীর বাউফলে অটোচালককে হত্যার ঘটনায় গ্রেফতার ২।

এস এম শামীম আহমেদ পটুয়াখালী প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

এস এম শামীম আহমেদ পটুয়াখালী প্রতিনিধি।

জেলার বাউফল উপজেলায় সুজন হাওলাদার (৩৫) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে।সোমবার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্র দল নেতা মইনুল ইসলাম মিরাজ হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

সুজন হাওলাদার, মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের নবী আলী হাওলাদারের ছেলে।

জানা গেছে, সোমবার বিকেলে সুজন হাওলাদার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে সন্ধ্যার দিকে আমিরাবাদ এলাকায় এলে পূর্ববিরোধের জেরে তাঁর অটোরিকশার গতিরোধ করে ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে কয়েকজন যুবক। পরে তারা সুজনকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় সুজনের বাবা নবী আলী হাওলাদার অভিযোগ করে বলেন সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার জাহাঙ্গীরের ছেলে ছাত্রদল নেতা মিরাজ ও তার সহযোগীরা সুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

এদিকে হত্যার ঘটনার পরে জিহাদ মুন্সি ও এনামুল হক সিপাইকে কনকদিয়া এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।অনন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাউফল থানা পুলিশ।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অটোরিকশা চালককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে।আটককৃত দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট