সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান,সাময়িকী বিশ্ববন্ধন’র প্রকাশক ও প্রধান উপদেষ্ঠা প্রয়াত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার স্মরণে সাময়িকী বিশ্ববন্ধন সম্পাদকীয় পরিষদের ব্যবস্থাপনায় প্রকাশিত হয়েছে বর্ষপঞ্জিকা’২০২৫।
বিশ্ববন্ধন এর ব্যবস্থাপনায় বর্ষপঞ্জিকা সম্প্রতি রাউজান উপজেলার উরকিরচার ইউনিয়নের আবুরখীল গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানে সৌজন্য উপহার হিসেবে বন্টন ও বিভিন্ন সুধীজনের সাথে মতবিনিময় করা হয়।
আবুরখীলের ধূতাঙ্গ কুটিরে ভদন্ত শীলানন্দ মহাস্তবির,গৌতম বিহারের অধ্যক্ষ ধর্মশ্রী থেরো,
আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সার্বজনীন জেতবন’র ধর্মপ্রিয় ভান্তে,আবুরখীল কেন্দ্রীয় বিহারের কর্মকর্তা, প্রয়াত অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়ার প্রতিবেশীবৃন্দ, প্রিয়রঞ্জন-ঊষা রাণী ফাউন্ডেশনের কর্মকর্তা সহ অনেকে বিশ্ববন্ধনের ক্যালেন্ডার গ্রহণ করে এমন উদ্যোগের জন্য সম্পাদকীয় পরিষদকে সাধুবাদ জানান।
মতবিনিময় কালে শুভাকাঙ্খীরা বলেন, আবুরখীল গ্রামের গুণীজন, কৃতী ব্যক্তিত্ব প্রফেসর ড.বিকিরণ প্রসাদ বড়ুয়া ও অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়া ছিলেন গবেষণা,ধর্মচর্চা,শিক্ষা,
মানবসেবার পথিকৃৎ।
উনারা স্বামী-স্ত্রী দুজনই অনন্তকাল বিভিন্ন প্রতিষ্ঠান, পরিবার-পরিজন, ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খীর মাঝে স্মৃতিতে, স্মরণে বেঁচে থাকবেন। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, গাছবাড়ীয়া কলেজ, কুষ্টিয়া কলেজ, ফেনী কলেজ, রাঙ্গুনিয়া কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠানে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
উক্ত বর্ষপঞ্জিকা প্রকাশ ও প্রচারের জন্য বিশ্ববন্ধন সম্পাদক মন্ডলীর সভাপতি শিক্ষাবিদ ড. শামসুদ্দীন শিশির, বিশ্ববন্ধনের উপদেষ্ঠা দিদারুল ইকবাল ( S21DAL), উপদেষ্ঠা শেখ খায়রুল বশর, উপদেষ্ঠা সাংবাদিক আনজুমান আরা শিল্পী,পৃষ্ঠপোষক লায়ন ছোটন বড়ুয়া, সংগঠক সনৎ কুমার বড়ুয়া, সংগঠক প্রণবরাজ বড়ুয়া এবং ইকবাল হোসেন সহ অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।