রিপোর্টার মোঃ রুবেল হোসাইন
বাউফলের বগা ইউনিয়নের বগা লঞ্চ ঘাট এলাকার দক্ষিণ পাশে অগ্নিকান্ডে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৯.৩০ মিনিট সময় এ অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিটন কাজী পিতা আতাহার কাজী রান্না ঘর থেকে আগুন লাগতে পারে বলে জানা যায় মুহূর্তের মধ্যে তা আতাহার কাজী বসত ঘরসহ পাশ্ববর্তী দুলাল কাজী ও তার ভাই সোহেল কাজী একই বাসায় বসয় বাস করতে ও জসিম উদ্দিন কাজী, রেজাউল কাজী পিতা আলম কাজী বসত ঘরে ছড়িয়ে পরে ।
খবর পেয়ে বাউফল থেকে ফায়ার সার্ভিসের দ্ইুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর আগে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় কয়েকজন জানান, আগুন লাগার পরপরই তারা জরুলি ভাবে ফায়ারসার্ভিস ফোন
দেয়ার হয় কমপক্ষে ৩০ মিনিট পর ফায়ারসার্ভিসের গাড়ি ঘটনাস্থ আসে।
বাউফল ফায়ারসার্ভিসের স্টেশন অয়্যার হাউস ইন্সপেক্টও মোঃ সাব্বির আহম্মেদ বলেন, একটি বসত ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। শরু রাস্তা না থাকায় কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে সরাসরি পৌঁছাতে পারেনি। পওে বগা ঘাটের ফেড়িতে ঘটন স্থানে ফায়ারসার্ভিসের গাড়ি তুলে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে হয়। যে কারণে বিলম্ব হয় ।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭