মাহফুজুর রহমান সাইমন
নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়ন পিপুলেশ্বর মোঃ মতলেব মিয়া এমন অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা দায়রা জজ কোর্ট দশ জনের নামেজাতে ও ৪০/৫০ অঙ্গাতনামা একটি মামলা দায়ের করেন। ২১ শে জানুয়ারি সকালে যোগানিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল্লাহ মাষ্টার তার সাথে শতাধিক লোক জন সাথে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট পাথর মরিচের গুঁড়া নিয়ে বরো রোপণকৃত ধানের জমি দখল করতে আসে। এবং কি প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ভোগান্তিভোগী পরিবার।
এ বিষয়ে এলাকার সাথে কথা বলে জানা যায় যে লাল মিয়া হাজ্বীর বাবার রেকর্ডকৃত জমি আব্দুল্লাহ মাষ্টার আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির নেতা হিসেবে দলীয় ক্ষমতা দেখিয়ে জোর জবর দখল করে খেয়ে আসছে । এ বিষয়ে জানতে চাইলে লাল মিয়া হাজ্বী বলেন আমার বাবার জমি এবং সকল কাগজপত্র আমার কাছে আছে সেই আব্দুল্লাহ মাষ্টার কি ভাবে কিসের মল্যে এই জমি দাবিদার সেই, তাই আমি এই অভিযোগর সুস্থ বিচার দাবি করছি এবং কি আমাদের মত আর কেউ যেন হয়রানি স্বীকার না হয়।
(আব্দুল্লাহ মাষ্টার মোবাইল ফোনে যোগাযোগর চেষ্টা করলে পাওয়া যায়নি)
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭