মহিদুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর প্রধান ডাকঘরের মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন না করেই বিল তুলে নিয়ে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর ফলে সেখানে নামাজ আদায় করতে না পেরে অনেক দূরের মসজিদে যেতে হচ্ছে মুসল্লিদের।
ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ শেষ করার দাবি করলেও কর্তৃপক্ষ বলছে, এখনও প্রকল্পের কাজ বুঝে পাননি তারা।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী প্রধান ডাকঘরের পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের মে মাসে। ৯ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ বিল্ডার্স। মসজিদের কাজ শেষ না করেই এরই মধ্যে প্রকল্পের পুরো টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে মসজিদের ভেতরে। বারান্দায় জমে আছে গাছের পাতা। ওযুখানায়ও জমে আছে ময়লার স্তূপ।
এ সময় স্থানীয় মুসল্লিরা বলেন, পুরাতন মসজিদটিতে আমরা নিয়মিত নামাজ আদায় করতাম। পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণ করতে দেখে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মসজিদের কাজ সম্পন্ন না করেই পুরো বিল তুলে নিয়ে চলে গেছে। এখন আমাদের দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হচ্ছে।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭