স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
তারুণ্যের উৎসব ২০২৫ উপলেক্ষে তরুণদের অংশগ্রহণে মাদারীপুরে বিসিক উদ্যোক্তা ১০ দিন ব্যাপি মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে লেকের স্বাধীনতা অঙ্গনে এসে শেষ হয়। র্যালি শেষে স্বাধীনাতা অঙ্গণ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব) ড. মো: আলমগীর হোসেন।
মাদারীপুর জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও মাদারীপুর পৌরসভার পৌর প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭