1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

দুই বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন বাঁশখালীর লেয়াকত আলী

রিপোর্টোর : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি। 
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

রিপোর্টোর : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি। 

আইনি লড়াইয়ের মাধ্যমে দুই বছর পর চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন লেয়াকত আলী। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসিফের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ লেয়াকত আলীকে সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করে চেয়ারম্যান পদে পুনর্বহালের আদেশ দেন। লেয়াকত আলীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও মুহম্মদ মিজানুর রহমান।

জানা যায়, ২০১৮ সালের ৪ জুন বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির ইফতার মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে লেয়াকত আলীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়।

এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশ সুপার এস এম শফিউল্লাহর সুপারিশে ২০২৩ সালের ৬ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল এবং ওসমান গণী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি এস. আলম গ্রুপের মালিকানাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ঠিকাদারের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বাঁশখালী থানায় দায়ের করা মামলায় লেয়াকত আলী দীর্ঘদিন কারাগারে ছিলেন। তিনি ২০২৪ সালের ৯ আগস্ট মুক্তি পান।

চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেয়াকত আলী বলেন, “আমাকে মিথ্যা অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। মহামান্য হাইকোর্ট সেই আদেশ অবৈধ ঘোষণা করেছেন। কারাগারে থাকা অবস্থায় আমাকে একটি শোকজ নোটিশ দেওয়া হয়েছিল, যার লিখিত জবাবও দিয়েছিলাম। ন্যায়বিচার হলে তখনই আমার পদ ফিরে পাওয়ার কথা ছিল। কিন্তু আমাকে পদে বহাল বা স্থায়ী বরখাস্ত কোনটিই না করে ঝুলিয়ে রাখা হয়েছিল। আজকের রায়ে আমি সন্তুষ্ট।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট