নিকশন চাকমা রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটি: জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভসমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলাম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ছাড়া রাজ পথ ছাড়বো না। দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে কিন্তু জামায়াত নেতা আজহারুল ইসলাম এখনো কারাগারে। কাল ক্ষেপন না করে অভিলম্বে এ নেতাকে মুক্তি দিতে হবে বলে জানান বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌর জামায়াতের আমির মঈনুদ্দিন, এ্যাসিসটেন্ট সেক্রেটারী এ্যাড রহমত উল্লাহ।