মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আবদালমিয়া
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তংথাই রেস্ট হাউস থেকে তিন খদ্দেরসহ এক নারীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি সাড়ে সাতটার দিকে এসআই শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত ডলুছড়া সাকিনস্থ তংথাই রেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে জসিম উদ্দিন (৩৫), পিতা-আব্দুল মতলেব মিয়া, সাং-রূপসপুর, ইব্রাহিম সিকদার (৩৫), পিতা-মৃত নুরুল হক সিকদার, সাং-পশ্চিম ভাড়াউড়া, ধনঞ্জয় দেববর্মা (৩৪), পিতা-মৃত দত্ত রাম দেববর্মা, সাং-ডলুছড়া, সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং রাবেয়া আক্তার নিশি (২০), পিতা-আঃ আজিজ শেখ, মাতা-রাজেদা বেগম, সাং-ভোমবাগ, থানা-কালিয়া, জেলা-নড়াইলদের গ্রেফতার করেছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম আমার সিলেট কে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।