খাঁন আহম্মেদ হৃদয় পাশা, বিশেষ প্রতিনিধি:
‘সিস্টার অব হিউম্যানিটি’ উপাধি পেলেন যুক্তরাজ্য প্রবাসী ও সামাজিক এবং মানবাধিকারকর্মী
ফরিদা ইয়াসমিন জেসি। একইসঙ্গে তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে।
ফরিদা ইয়াসমিন সামাজিক সেচ্ছাসেবীমূলক সংগঠন আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা পরিচালক। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা গ্রামে।
উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি সোমবার ঢাকা রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত হোয়াইট হলে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ (ওয়াই.সি.বি) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় গ্লোবাল ইয়ূথ ডেভেলপমেন্ট কাউন্সিলের মহাসচীব সোহাগ মহাজনের সভাপতিত্বে ক্লিন রিভার বাংলাদেশ মহাসচীব মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আর্ন এন্ড লিভ’র প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদ হুসাইন, আর্ন এন্ড লিভের উপদেষ্টা ও পরিচালক কমিটির সদস্য আপাসান ইন্টারনেশনালের কান্ট্রি ডাইরেক্টর শাহ আল মাসুদ রানা, হাজ্ব উইথ আয়েশার চেয়ারম্যান আয়েশা চোধুরী।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ওল্ড ঢাকা ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক ইমাম হুসাইন, ডি ওয়াই সি ইন্টারন্যাশনালের সহ-সাধারণ সম্পাদক গাজী আক্কাস আলী, ক্লিন রিভার বাংলাদেশ ঢাকা জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন হুসাইন মোহাম্মদ ইমতিয়াজ ও ক্লিন রিভার বাংলাদেশ নীলফামারী জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন আব্দুল জাব্বার প্রমুখ।
ফরিদা ইয়াসমিন জেসি জানান, ‘সিস্টার অব হিউম্যানিটি’ উপাধি ও সংবর্ধনা দেওয়ায় তিনি আনন্দিত এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া আদায় করেন তিনি।